প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার স্থানীয় যুবলীগ নেতা তৌহিদুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেন। শুক্রবার (২১ জুন) সকালে বটতলী ষ্টেশনে যুবলীগ নেতা তৌহিদুল হকের ব্যক্তিগত অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান।
জানা যায়, গত ২০ জুন একই এলাকার প্রবাসী নুরুল কাদেরের স্ত্রী আনসার খানম অভিযোগ করেন, যুবলীগ নেতা তৌহিদুল হকের নেতৃত্বে একটি দল তার দখলীয় জায়গায় ভাংচুর চালায়। এ ব্যাপারে লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে তৌহিদুল হক জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। পাশাপাশি স্থানীয় যুবলীগের সক্রিয় সদস্য। তিনি আরো বলেন, তাঁর নেতৃত্বে আনসার খানমের জায়গা দখল বা সীমানা প্রাচীর ভাঙা যে অভিযোগ করেছেন তা আদৌ সত্য নয়। প্রতিপক্ষ মিথ্যা ও অসত্য তথ্য প্রচার করছেন। সংবাদ সম্মেলনে লোহাগাড়া সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।