জাতীয় ডেস্ক: দেশেরবাসী সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অডিও বার্তা বিভিন্ন মোবাইল অপারেটর মাধ্যেমে পাঠানো হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার (১৭ জুন) দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা।

            ঈদুল আজহার প্রাক্কালে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানাতে দেশের বিভিন্ন মোবাইল অপারেটর মাধ্যেমে পাঠানো এক মোবাইল বার্তায় বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, এক বছর পর আবারো আমাদের জীবনে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আমি আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। শেখ হাসিনা আরো বলেন, আসুন ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জ্বীবিত হয়ে আমরা সবাই দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি।

            বার্তার শেষে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

খবরটি 540 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন

Follow us on Facebookschliessen
oeffnen