ব্রেকিং নিউজ:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চলছে লোকসভা নির্বাচন। সাত দফার নির্বাচনের মধ্যে ইতোমধ্যে চার দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৪ মে) আর সে লক্ষ্যে বারাণসী থেকে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। ভারতের ক্ষমতাসীন এ প্রধানমন্ত্রী ইতোমধ্যে বারাণসীতে রয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

            ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য উত্তর প্রদেশের বারাণসী থেকে মনোনয়ন জমা দিয়েছেন। এ নির্বাচনী এলাকা থেকে তৃতীয় মেয়াদে জয়ী হতে চাইছেন তিনি। এদিকে মনোনয়নপত্র দাখিল করার এক দিন আগে প্রধানমন্ত্রী মোদি ৬ কিলোমিটার দীর্ঘ রোডশো করেছেন। আর সে রোড শো থেকে আবারও ক্ষমতায় গেলে শহরের সামগ্রিক উন্নয়নের জন্য আরও অনেক কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মোদি লিখেছেন, আমি অভিভূত এবং আবেগ প্রবণ! তোমার স্নেহের ছায়ায় কীভাবে ১০ বছর কেটে গেল তা আমি বুঝতে পারিনি। আমি বলেছিলাম, মা গঙ্গা আমাকে ডেকেছিল। মা গঙ্গা নে মুঝে গোদ লে লিয়া হ্যায় (মা গঙ্গা আমাকে কোলে নিয়ে নিয়েছেন)। মনোনয়ন পেশের আগে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদির। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একটি রোড শোতে অংশ নেন তিনি। এরপর মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি। সাড়ে নয়টার দিকে দশাশ্বমেধ ঘাটে গিয়ে পুজা দেন মোদি। এদিন সকালে কাশীর স্মৃতি বিজড়িত একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে ক্যাপশনে লেখেন কাশীর সঙ্গে আমার সম্পর্ক অবিচ্ছেদ্য। সেটা ভাষায় বর্ণনা করা যায় না।

            ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন, তার কোনো বাড়ি গাড়ি নেই। আর তার কাছে নগদ অর্থ হিসেবে আছে শুধুমাত্র ৫২ হাজার রুপি। এছাড়া নিজের কোনো জমিজমা নেই জানিয়েছেন তিনি। বারাণসিতে লোকসভা নির্বাচনের জন্য নিজের মনোনয়নপত্র জমা দেন ভারতীয় প্রধানমন্ত্রী। এতে এসব তথ্য জানিয়েছেন তিনি। তবে বাড়ি গাড়ি না থাকলে তার ৩ দশমিক ০২ কোটি রুপির সম্পদ রয়েছে। যার বেশিরভাগ (২ দশমিক ৮৬ কোটি রুপি) স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় ফিক্সড ডিপোজিট হিসেবে রয়েছে। এছাড়া গান্ধীনগর এবং বারণসির দুটি ব্যাংক অ্যাকাউন্টে ৮০ হাজার ৩০৪ রুপি রয়েছে জানিয়েছেন তিনি। এছাড়া ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৯ দশমিক ১২ লাখ রুপি বিনিয়োগ আছে মোদির। নিজের কাছে চারটি সোনার আংটি থাকার কথা জানিয়েছেন মোদি। যেগুলোর দাম ২ দশমিক ৬৮ লাখ রুপি। মোদি তার হলফনামায় আরও জানিয়েছেন, তার আয় ২০১৮-১৯ সালে ছিল ১১ দশমিক ১৪ লাখ রুপি। সেখান থেকে ২০২২-২৩ সালে এটি বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৬ লাখ রুপিতে।

            অপরদিকে নিজের শিক্ষাগত যোগ্যতায় মোদি উল্লেখ করেছেন। তিনি ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব আর্টস (বিএ) এবং ১৯৭৮ সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব আর্টস (এমএ) ডিগ্রি অর্জন করেন। এছাড়া নিজের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই এ তথ্য জানিয়েছেন তিনি।

            আগামী ১ জুন বারাণসিতে লোকসভার ভোটগ্রহণ হবে। ধারণা করা হচ্ছে এবারের নির্বাচনের মাধ্যমে তৃতীয় বারের মতো বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হবেন তিনি। এ আসন থেকে গত দুবার লোকসভা নির্বাচনে জিতেছেন মোদি। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ফের নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামছেন তিনি।

খবরটি 499 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন