স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়। এবারের জাতীয় বীমা দিবসে প্রতিপাদ্য বিষয় ছিল করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এ দিবসের উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন। শুক্রবার (১লা মার্চ) সকালে এ দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়েছে। এ সময় র্যালীতে অংশগ্রহন করে জীবন বীমা কর্পোরেশন, প্রগতী, ন্যাশনাল লাইফসহ বিভিন্ন ইনস্যুরেন্স, সরকারি বেসরকারি ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ, জীবন বীমা কর্পোরেশন বান্দরবান শাখা ম্যানেজার মোহাম্মদ আনিচ উদ্দীন সিকদার, চট্টগ্রাম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর জিএম আনোয়ার হোসেন, ফাস্ট ইন্সুরেন্স লিমিটেড এর বিএম এরশাদ হোসেন, সোনালী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ইএম মহরম আলীসহ বিভিন্ন বীমা সংস্থার কর্মকর্তারা।