ব্রেকিং নিউজ:

জাতীয় ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এ প্রথম অধিবেশনের ৫ ম দিনে আরো ১২ টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। তার মধ্যে জাতীয় সংসদ সম্পর্কিত ১ টি সংসদীয় স্থায়ী কমিটি ও ১১ টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি করা হয়। বুধবার (৭ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশনে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত রোববার ১২ টি, সোমবার ১৬ টি ও মঙ্গলবার ১০ টি কমিটি গঠন করা হয়েছিল। অর্থাৎ জাতীয় সংসদের ৪ দিনে ৫০ টি জাতীয় সংসদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের কাজ শেষ হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি থেকে একজন ও স্বতন্ত্র থেকে একজন সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি করা হয়। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদীয় স্থায়ী কমিটিগুলোর মধ্যে জাতীয় সংসদ সম্পর্কিত কার্য উপদেষ্টা সংসদীয় স্থায়ী কমিটি ও জাতীয় সংসদ সম্পর্কিত পিটিশন সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মনোনয়নে গঠন হয়। অন্যগুলো সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাস হয়েছে।

            জাতীয় সংসদ সম্পর্কিত ১ টি সংসদীয় স্থায়ী কমিটি হল।

জাতীয় সংসদ বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মো: কামরুল ইসলাম।

            জাতীয় সংসদে ১১ টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি হল।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি কাজী কেরামত আলী, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি একেএম আবদুল মোমেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি শরীফ আহমেদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি বীর বাহাদুর উশৈ সিং, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি বেনজির আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ইমরান আহমেদ, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান।

            গত রবিবার (৪ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় বৈঠকে ১২ টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ৬ টি সংসদ সম্পর্কিত এবং অন্য ৬ টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

            জাতীয় সংসদ সম্পর্কিত ৬ টি সংসদীয় স্থায়ী কমিটি হল।

দ্বাদশ জাতীয় সংসদ কার্য উপদেষ্টা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি: সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সদস্য হয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ, আব্দুল লতিফ সিদ্দিকী, শামসুল হক টুকু, দীপু মনি, নূর-ই-আলম চৌধুরী, একেএম রেজাউল করিম তানসেন।

            জাতীয় সংসদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি: সভাপতি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (মাদারীপুর-১)। সদস্য হয়েছেন রআম উবায়দুল মোক্তাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩),ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), আবু জাহির (হবিগঞ্জ-৩),  আশেক উল্লাহ রফিক (কক্সবাজার-২), কাজী নাবিল আহমেদ (যশোর-৩), ছানোয়ার হোসেন (টাঙ্গাইল-৫), সাজ্জাদুল হাসান (নেত্রকোণা-৪),  এস এম শাহজাদা (পটুয়াখালী-৩) ও এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১)।

            জাতীয় সংসদ সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি: সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদ জাতীয় পার্টি (ঠাকুরগাঁও-৩), সদস্য হয়েছেন আ হ ম মুস্তাফা কামাল (কুমিল্লা-১) মোস্তাফিজুর রহমান (দিনাজপুর-৫), কামরুল ইসলাম (ঢাকা-২), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২),ফয়জুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া-৫), মজিবুল হক (কিশোরগঞ্জ-৩), জাহিদ মালেক (মানিকগঞ্জ-৩), সুরেন্দ্রনাথ চক্রবর্তী (নওগাঁ-৩), নূর মোহাম্মদ (জামালপুর-১), আখতারউজ্জামান (গাজীপুর-৫) ও এসএ কে একরামুজ্জামান (ব্রাহ্মণবাড়িয়া-১)।

            জাতীয় সংসদ সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি: সভাপতি আবুল কালাম আজাদ (জামালপুর-৫), সদস্য হয়েছেন মোরশেদ আলম (নেয়াখালী-২), আশরাফ আলী খান খসরু (নেত্রকোণা-২), সৈয়দ মুহম্মদ ইবরাহিম (কক্সবাজার-১), আলাউদ্দিন আহমেদ চৌধুরী (ফেনী-১), নুরুজ্জামান আহমেদ (লালমনিরহাট-২), সিদ্দিকুর রহমান পাটোয়ারী (নাটোর-৪), ও আনোয়ারুল আশরাফ খান (নরসিংদী-২)।

            জাতীয় সংসদ সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি: সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া-৫), সদস্য হয়েছেন নূর-ই-আলম চৌধুরী, (মাদারীপুর-১), সালমান ফজলুর রহমান (ঢাকা-১), মাহবুবউল আলম হানিফ (কুষ্টিয়া-৩), রশীদুজ্জামান (খুলনা-৪), মো. নজরুল ইসলাম (নরসিংদী-১), প্রাণ গোপাল দত্ত (কুমিল্লা-৭), আব্দুল ওয়াদুদ (রাজশাহী-৫) ও শাহরিয়ার আলম (রাজশাহী-৬)।

            জাতীয় সংসদ সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি: সভাপতি মহিবুর রহমান মানিক (সুনামগঞ্জ-৫), সদস্য হয়েছেন মুজিবুল হক (কুমিল্লা-১১), রফিকুল ইসলাম (চাদঁপুর-৫), কামাল আহমেদ মজুমদার (ঢাকা-১৫), শফিকুর রহমান (চাদঁপুর-৪), ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১) ও কেএমএম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১)।

            জাতীয় সংসদে ৬ টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি হল।

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মোহাম্মদ সাদিক (সুনামগঞ্জ-৪), বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১), বেসামিরক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি সাজ্জাদুল হাসান (নেত্রকোণা-৪), শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আমির হোসেন আমু (ঝালকাঠী-২), স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি শফিকুল ইসলাম (সিরাজগঞ্জ-৪) ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি শাজাহান খানকে (মাদারীপুর-২)।

            গত সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে আরও ১৬ টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ২ টি জাতীয় সংসদ সম্পর্কিত ও ১৪ টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এ সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করেন।

            জাতীয় সংসদ সম্পর্কিত ২ টি সংসদীয় স্থায়ী কমিটি হল।

জাতীয় সংসদ সম্পর্কিত পিটিশন সংসদীয় স্থায়ী কমিটি: সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (রয়পুর-৬)। সদস্য হয়েছেন শামসুল হক টুকু (পাবনা-১), আসম ফিরোজ (পটুয়াখালী-২), মোতাহার হোসেন (লালমনিরহাট-১), হাফিজ উদ্দিন আহম্মেদ (ঠাকুরগাঁও-৩), আখতার উজ্জামান (গাজীপুর-৫), আবদুল মজিদ (কুমিল্লা-২), উম্মে কুলসুম স্মৃতি (গাইবান্ধা-৩) ও নজরুল ইসলাম (ময়মনসিংহ-৫)।

            জাতীয় সংসদ সম্পর্কিত লাইব্রেরি সংসদীয় স্থায়ী কমিটি: সভাপতি ডেপুটি স্পিকার শামসুল হক টুকু (পাবনা-১। সদস্য হয়েছেন শফিকুর রহমান (চাঁদপুর-৪), আফতাব উদ্দিন সরকার (নীলফামারী-১), আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), শামসুল আলম দুদু (জয়পুরহাট-১), সাহাদারা মান্নান (বগুড়া-১), আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (হবিগঞ্জ-১) ও আব্দুল কাদের আজাদ (ফরিদপুর ৩)।

            জাতীয় সংসদে ১৪ টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি হল।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নূরুল ইসলাম নাহিদ (সিলেট-৬), ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মাওলানা মো: হুছামুদ্দিন চৌধুরী সিলেট-৫, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আসাদুজ্জামান নূর (নীলফামারী-২), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ-২), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম সাগুফতা ইয়াসমিন (মুন্সিগঞ্জ-২), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর উত্তম মো: রফিকুল ইসলাম (চাদঁপুর-৫), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আফতাব উদ্দিন সরকার (নীলফামারী-১), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম (নোয়াখালী-১), বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সী (রংপুর-৪), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শম রেজাউল করিম (পিরোজপুর-১), কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১), পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার (রাঙামাটি) ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আসম ফিরোজ (পটুয়াখালী-২)।

            গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ দিনে আরো ১০ টি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হয়েছে। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

            জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ দিন আরো ১০ টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি হল।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আফম রুহুল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি জাহিদ মালেক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মো: জিয়াউর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি রমেশ চন্দ্র সেন, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মো: ইলিয়াস উদ্দিন মোল্লাহ্‌, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি এমএ মান্নান ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি আহম মুস্তফা কামাল।

খবরটি 621 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন