রেমবো ত্রিপুরা, থানচি প্রতিনিধি: বান্দরবান জেলায় থানচিতে সীমান্ত সড়ক নির্মানের কাজে পরিবহনের ব্যবহৃত ট্রাকে কেএনএফ সন্ত্রাসীরা পুড়িয়ে দিয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল অনুমানিক ৪ টায় থানচি লিক্রি সড়ক বাকলাই এলাকায় এ ঘটনা ঘটেছে। থানচি উপজেলার বাকলাই ১১ কিলো নামক এলাকায় সীমান্ত সড়ক নির্মাণে পন্য পরিবহনে ব্যবহৃত একটি হিনো ডাম্পার ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। ধারণা করা হচ্ছে এ ঘটনা ঘটিয়েছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যরা।
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইসমাইল হোসেন মিঞা জানান, প্রায় বেলা ৪ টা সময় গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে আমার নেতৃত্বে ঘটনা স্থলে পৌঁছে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনা কেএনএফ সদস্যেরা ঘটিয়েছে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।