ব্রেকিং নিউজ:

রেমবো ত্রিপুরা, থানচি প্রতিনিধি: সারাদেশে ন্যায় বান্দরবানের থানচিতে “স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার” এ প্রতিপাদ্যে জাতীয় স্থানীয় সরকার দিবস যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টা সময় উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। একই সাথে “স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” এ প্রতিপাদ্যে নিয়ে উপজেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজনে ও উপজেলা প্রশাসন সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভা মাধ্যমে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয।

            উপজেলা মিলনায়তন সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মানুন। এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, থানচি থানা উপ পরিদর্শক এসআই রতন কুমার দে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ পারভেজ ভূঁইয়া প্রমুখ। এছাড়া উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন পরিষদের সচিব ও এলজিইডি সড়ক রক্ষণাবেক্ষণ কর্মীগণ উপস্থিত ছিলেন।

খবরটি 479 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন