ব্রেকিং নিউজ:

 

জাতীয় ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রবিবার ৭ জানুয়ারী ভোট গ্রহণ শেষে নির্বাচনী ফলাফল ঘোষনা করেছে জাতীয় নির্বাচন কমিশন। সারাদেশ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ টি আসনে প্রাপ্ত ফলাফল দেয়া হয়েছে। সরকারি দল নৌকা প্রতীকে আওয়ামী লীগ পেয়েছে ২২৪ টি আসন। প্রধান বিরোধী দল লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি পেয়েছে ১১ টি আসন। বাজ পাখি ও ট্রাক প্রতীকে স্বতন্ত্র পেয়েছে ৬২ টি আসন। অন্যান্য পেয়েছে ১ টি আসন। স্থগিত করা হয়েছে ২ টি আসন। এর আগে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে নওগাঁ-২ আসনে ভোট স্থগিত করা হয়। একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকায় ময়মনসিংহ-৩ আসনের ফল পরবর্তীতে ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮ টা পর্যন্ত এবং ভোট গ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত।

সারাদেশে কে কোন আসনে কে বিজয়ী দেওয়া হল।

কোন আসনে কে বিজয়ী

খবরটি 530 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন