ব্রেকিং নিউজ:

বিশেষ খবর ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখার জন্য যে বিদেশিরা আবেদন জানিয়েছিলেন তাদের মধ্যে ১৮৬ জন পর্যবেক্ষক ও সাংবাদিকদের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে বিদেশি ১২৭ জন পর্যবেক্ষক ও বিদেশি ৫৯ জন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী। বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সূত্রে এমন তথ্য জানানো হয়েছে। নির্বাচনের আগে এ সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে উল্লেখ করেছে।

            ইসি সূত্রে জানা গেছে, বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ৪ জন, যুক্তরাষ্ট্রের আইআরআই ও এনডিআই ১২ জন, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের (এসএডিএফ) ৬ জন, দক্ষিণ কোরিয়ার এইচএল গ্রুপের একজন, এসএনএএস আফ্রিকার ২ জন, মুসলিম কমিশন নেপালের ২ জন, যুক্তরাষ্ট্রের বিরনি ল পিএলএলসি ১ জন, আফ্রিকা হাউজ লন্ডনের ২ জন, বি স্ট্রাটেজিক পার্টনার (ব্রিটিশ) ১ জন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন অরগানাইজেশ’র (জাপান) ১ জন, মুতাশ ক্রিয়েট রিসার্চ’র (জাপান) ১ জন, ইলেকশন মনিটরিং ফোরামের (ভারত) ১ জন, শ্রীংলকার মেম্বার অব পার্লামেন্ট ১ জন, অস্ট্রেলিয়ান ১ রিসার্চার ও ইলেকশন মনিটরিং ফোরাম যুক্তরাষ্ট্রের ১ নাগরিক। এছাড়া জাপানের ১ নাগরিক, মালদ্বীপের অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল লিং-এর ৩ জন, ব্রিটিশ হাই কমিশন-ঢাকার ১০ জন, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক কো-অপারেটিভ অরগানাইজেশনের (থাইল্যান্ড) ১ জন, ভিটেম ফাউন্ডেশন পোল্যান্ড’র ১ জন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ১ জন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারিয়ানস কংগ্রেসে’র ২ জন, আমেরিনিকান গ্লোবাল স্ট্র্যাটিজিস ১ জন, আমেরিকার ১ জন ব্যবসায়ী। এছাড়া অ্যাম্বাসি অব জাপানের ১৭ জন, আফ্রিকান ইলেকটোরাল অ্যালাইয়েন্সের ১২ জন, ব্রিটেনের পার্লামেন্টের ২ জন, ভারতের ১ নাগরিক, এসএনএএস  আফ্রিকা ১জন, নেপাল সরকার ও বিভিন্ন দলের ৫ জন, নেপালের দীপেন্দ্র কন্ডেল ইনিশিয়েটিভ ৩ জন, মালয়েশিয়ার ৩ বিশিষ্ট জন, দি গোল্ড ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি’র ৩ আমেরিকান, ইআরপি ট্রেডি লিমিটেড নরওয়ের ১ জন, অ্যালায়েন্স ফর হিউম্যানিটি ১ জন ইরাকি, ১ জন কানাডিয়ান নাগরিক ও জিবিপি ইন্টারন্যাশনাল জার্মানির ১ জন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। অপরদিকে ৫৯ জন সংবাদিকাদের মধ্যে রয়েছে আমেরিকার ১ জন, ইই্উ রিপোর্টার ১ জন ব্রিটিশ, জার্মানির জুঙ্গে ফ্রেইহেট ১ জন, দি ডিল্লি টেলিভিশন লিমিটেড ২ জন, জাপানের দি ইয়োমিরি সিমবান ১ জন, ভারতের আজকাল ১ জন, জাপানের কিওডু নিউজ ১ জন, ভারতের দি অ্যাসোসিয়েট প্রেস ৩ জন, ভারতের দি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া ২ জন, জার্মানির এআরডি জার্মান রেডিও ২ জন ও ভারতের আনন্দ বাজার পত্রিকার ১ জন। এছাড়া জাপানের নাইকিই আইএনসি, জিজি প্রেস ও এনএইচকে (জাপান ব্রডকাস্টিং করপোরেশন) ৫ জন, নেপালের কেন্দ্রবিন্দু অনলাইন পিটিবি লিমিটেডর ১ জন, ভারতের ডিএসটিভি দার্জিলিং ১ জন, উত্তরবঙ্গ সংবাদ ১ জন, দি টেলিগ্রাফ ১ জন, এএনআই ১ জন, এবিপি নিউজ ২ জন, আজকাল পা্বলিশার্স লিমিটেডে ১ জন, এবিপি নেটওয়ার্ক ২ জন, এএনএম নিউজ প্রাইভেট লিমিটেডর ১ জন ও জি মিডিয়ার ২ জন, বিবিসি নিউজ (ভারতীয় ও আমেরিকান) ৪ জন, এরাইজ নিউজর ১ ব্রিটিশ, ফ্রান্সের প্যারিস লা মন্ডের ১ জন, সুইডিশ রেডিও ১ জন, এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) ৭ জন, রয়টার্সের ২ ভারতীয়, আল জাজিরার ১ ব্রিটিশ, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন ১ জন, চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক ২ ভারতীয়, এআরডি জার্মান টিভি ১ ভারতীয়, কলকাতার সংবাদ প্রতিদিনের ১জন, দি ওয়াল কলকাতার ১ জন, ব্রিটিশ ১ ফ্রিল্যান্সার ও বিলজিয়ান ১ জন সাংবাদিকদের ভোট দেখার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

            দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি ১৮৬ জন ও দেশি ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে ইসি। তাদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০ টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪ টি পর্যবেক্ষণ সংস্থার ২০২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবে। জাতীয় সংসদ নির্বাচনে ২৭ টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে এক হাজার ৮৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খবরটি 603 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন