জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে আওয়ামী লীগের শক্তিশালী নৌকা প্রতীক প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। এবারে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি ও ১৮ দলীয় মহাজোট। সে সাথে নেই আঞ্চলিক দলের প্রার্থী জেএসএস ও ইউপিডিএফ। জেলার প্রভাশালী নেতা ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমির দত্ত চাকমা একমাত্র শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হওয়ায় নৌকা প্রতীকের বিপরিতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই। এছাড়া প্রধান বিরোধী দলে অবস্থানে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক প্রার্থী মিথিলা রোয়াজা ত্রিপুরা পরিচিত নন রাজনৈতিক মাঠে। অপরদিকে তৃনমুল বিএনপি সোনালি আঁশ প্রতীক প্রার্থী উশৈপ্রু মারমা দুর্বল নেতৃত্ব কারণে বাধা পড়েছে নানা ঝামেলায়। আম প্রতীক চিনে এলাকার জনসাধারণ কিন্তু পরিচয় ও জনপ্রিয়তায় তলানিতে ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীক নবীন প্রার্থী মো: মোস্তফা। এবার এ আসনে হবে জাতীয় সংসদ নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীতাহীন নির্বাচন। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রত্যাশা ৩য় বারে সহজ বিজয় অর্জনে এগিয়ে আছে আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ হ্যাট্রিক বিজয় অর্জনে ভাগ্য নির্ধারন করে নিল কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এলাকার সাধারণ ভোটাররা জানান, প্রতীক বরাদ্ধের পর এ আসনে এখনো জমে ওঠেনি নির্বাচনী প্রচার প্রচারণা। প্রচারণা শুরু হলেও এখনো আওয়ামী লীগ ছাড়া বাকি প্রার্থী ও তাদের অনুসারীদের প্রচারণা তৎপরতা তেমন উৎসবমুখর নয়। জেলাজুড়ে সাঁটানো ব্যানার পোস্টারের প্রায় সব আওয়ামী লীগ প্রার্থীর। খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগের পর শক্তিশালী অবস্থান রয়েছে বিএনপি ও আঞ্চলিক দল প্রসিতপন্থী ইউপিডিএফ। এ দুটি দল নির্বাচনে অংশ না নেওয়ায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা নেই। ভোটারদের নির্বাচন নিয়ে আগ্রহ কম থাকায় কেন্দ্রে ভোটার উপস্থিতি কমে হতে পারে।
খাগড়াছড়ি আসনটি ৯০ শতক থেকে আওয়ামী লীগ ধরে রেখেছে। এ আসনে ১৯৯১ ও ১৯৯৬ সালে ২ টি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী কল্পরঞ্জন চাকমা। ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি প্রার্থী ছিলেন ওয়াদুদ ভুঁইয়া। ২০০৮ সালে আওয়ামী লীগ প্রার্থী যতীন্দ্র লাল ত্রিপুরা। এরপর ২০১৪ ও ২০১৮ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা ২,৩৬,৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারী। খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং সংসদীয় আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৯৬ টি।