ব্রেকিং নিউজ:

জাতীয় ডেস্ক: ডিএমপি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি ২৮ অক্টোবরের মহাসমাবেশকে ঘিরে পুলিশের মতো সাংবাদিকরা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, খারাপ পরিস্থিতিতে পুলিশের কাজ যেমন ঝুঁকিপূর্ণ ঠিক ক্রাইম রিপোর্টারদের কাজটি ঝুঁকিপূর্ণ। সে কাজটি কীরকম ঝুঁকিপূর্ণ তা গত ২৮ অক্টোবর আমরা সবাই প্রত্যক্ষ করেছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিক আহত হয়েছিলেন। তাদেরকে নির্দয়ভাবে পেটানো হয়েছিল। পুলিশের কাজ ঝুঁকিপূর্ণ হলে পুলিশের প্রয়োজনীয় ইকুইপমেন্ট থাকে কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে তা নেই। সাংবাদিকদের সবচেয়ে বড় শক্তি মানসিক সাহস, পেশার প্রতি কমিটমেন্ট এবং পেশাগত প্রতিযোগিতা। প্রতিযোগিতামূলক সাংবাদিকতার ক্ষেত্রে প্রত্যেক সদস্যের কাজ ঝুঁকিপূর্ণ। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল অ্যান্ড ডেন্টাল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

            ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, সকালবেলা হয়ত খারাপ লাগা বোধ করছি তখন মনে করছি ডাক্তার দেখানো উচিত। কিন্তু কিছুক্ষণ পরে ভালোবোধ করলে তখন আর ডাক্তার দেখানোর কথা মনে থাকে না। এমন কোনো কাজ তখন সামনে চলে আসে পেশাগত কারণে ডাক্তারের কাছে আর যাওয়া হয় না। আমরা সাংবাদিকরা শরীরের প্রতি খামখেয়ালি না হয়ে একটু সচেতন থাকা প্রয়োজন। শুধু পেশাগত কাজ করলে হবে না সবার উচিত নিজের ও পরিবারে প্রতি সচেতন হওয়া।

            অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, স্বাগত বক্তব্য দেন ক্র্যাবের সাধারণ সম্পাদক মামুনূর রশীদ ও বিশেষ অতিথি ছিলেন ইনসাফ বারাকাহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্র্যাবের কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকী।

খবরটি 528 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন