স্টাফ রিপোর্টার, বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম ২৬ তম বর্ষপূর্তি। বান্দরবানে বর্ণাঢ্য বিভিন্ন কর্মসুচি আয়োজনে উদযাপন করা হয়। শনিবার (০২ ডিসেম্বর) সকাল ৯ টায় শান্তি চুক্তির ২৬ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে জেলা প্রশাসন প্রাঙ্গণে ফেস্টুন উড়ানো ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে দিবসটি শুভ সুচনা করা হয়েছে। এরপর জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী আয়োজন করা হয়। র্যালীটি শহরের সড়ক হয়ে সমাবেশ স্থল রাজার মাঠে শেষ হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান রেজিয়ন আয়োজনে এ বর্ণাঢ্য র্যালীতে ক্ষুদ্র নৃগিাষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটউট, যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহন করে। অপরদিকে জেলার মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরাসহ ১১ টি আদিবাসী জনগোষ্ঠীর ব্যানারে এ বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহন করে। র্যালীতে পার্বত্য শান্তি চুক্তির ২৬ তম বর্ষপূর্তির বিভিন্ন প্লেকার্ড ও ফেষ্টুন প্রর্দশন করা হয়। অন্যদিকে রাজার মাঠে পার্বত্য শান্তি চুক্তির ২৬ তম বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসুচি আয়োজনের মধ্যে রয়েছে বান্দরবান রিজিয়ন ৬৯ পদাতিক ব্রিগেড পরিচালিত চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ বিতরণ, গরিব পরিবারে শীত বস্ত্র ও কম্বল বিতরণ ও রাতে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান।
র্যালীর পর বান্দরবানে ঐতিয্যবাহী রাজার মাঠে আয়োজন করা হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্য আলোচনা সভা। এ আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, জেলা পুলিশ সুপার সৈকত শাহীন।