স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বৈষম্যহীন নিয়োগ দানের দাবী করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনসি। শুক্রবার সকাল ১০:৩০ টায় পিসিএনসি জেলা অফিসে শিক্ষক নিয়োগে বৈষম্যহীন নিয়োগ দানের দাবীতে
সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে। এ সাংবাদিক সম্মেলন আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনসি। এ সময় প্রেস ব্রিফিং করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো: মজিবর রহমান।
সাংবাদিক সম্মেলনে উল্লেখ হয়, গত ৩১/১০/২০২৩ ইং তারিখে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অধিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার ফলফল প্রকাশ করা হয়। উক্ত নিয়োগ পরীক্ষায় লোকমুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যেমে যথেষ্ট অনিয়ম ও গুঞ্জন শোনা যাচ্ছে। উক্ত নিয়োগে পরীক্ষার্থীর সংখ্যা রোল নং ১-১৬৬৭ পর্যন্ত প্রকাশ করা হয়। কিন্তু লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশে দেখা যায় সর্বশেষ পরীক্ষার্থীর রোল নং ১৬৭১। যা অনিয়মের বহিঃপ্রকাশ ও সম্পুর্ণ বেআইনী।
আরও উল্লেখ করা হয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন বিভাগে কর্মচারী ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চাকুরী থেকে বঞ্চিত হচ্ছে যোগ্যপ্রর্থীরা। শুধু তা নয়, সব ধরনের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা থাকার পর এখানে বসবাসরত ৫৪% বাঙ্গালী সম্প্রদায়ের ছেলেমেয়েরা বিভিন্ন সরকারী ও বেসরকারী চাকুরী ও সুযোগ সুবিধাদি পাচ্ছে না। বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও অফিস সহায়ক পদে নিয়োগে সকল সম্প্রদায়ের জনসংখ্যার অনুপাতে স্বচ্ছতার ভিত্তিতে বৈষম্যহীন নিয়োগ দানের জন্য দাবী জানায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনসি।