ব্রেকিং নিউজ:

বিশেষ খবর ডেস্ক: বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য বিশ্বের ৫০ টি দেশকে আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, বিদেশি পর্যবেক্ষক আসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দূতাবাসগুলোতে আবেদনের আহ্বান জানানো হয়েছে। ২১ নভেম্বর আবেদনের শেষ সময়। ইতোমধ্যে বিভিন্ন দেশ ও সংস্থা আবেদন জানিয়েছে। এরমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ, মার্কিন যুক্তরাষ্ট্রের এনডিআই ও আফ্রিকান ইলেক্টোরাল অ্যালায়েন্স থেকে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এবং অস্ট্রেলিয়ান একজন নাগরিক আবেদন করেছে। এছাড়া পৃথিবীর বিভিন্ন নির্বাচন সংশ্লিষ্ট সংস্থা, যেগুলোতে বাংলাদেশ নির্বাচন কমিশন সদস্য তাদের আমন্ত্রণ জানানো হবে। এক্ষেত্রে ৫০ টির মতো দেশকে আমন্ত্রণ জানানো হতে পারে। দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও আফগানিস্তান। অন্যদিকে, সংস্থাগুলোর মধ্যে ওয়ার্ল্ড ইলেকশন বডি, ফেমবোসা, সার্ক, অ্যাসোসিয়েশন অব আফ্রিকান ইলেকশন অথরিটির চেয়ারম্যান ও মহাসচিবদের আমন্ত্রণ জানানো হবে।

            ইসির জনসংযোগ পরিচালক মো: শরিফুল আলম জানিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণে আসতে ইতোমধ্যে বিভিন্ন দেশ ও সংস্থা আগ্রহ প্রকাশ করেছে। ব্যক্তি পর্যায়ে কেউ পর্যবেক্ষণের জন্য আগ্রহ প্রকাশ করেছে।

            একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য এসেছিলেন পৃথিবীর বিভিন্ন সংস্থার ৩৮ জন পর্যবেক্ষক। এছাড়া, বিভিন্ন দূতাবাসের ১৩১ জন কূটনৈতিক কর্মকর্তা ভোট পর্যবেক্ষণ করেছিল। চলতি সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে জানিয়েছে নির্বাচন কমিশন। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিভিন্ন সময় জানানো হয়েছে।

খবরটি 600 বার পঠিত হয়েছে


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: বিদেশি ১৮৬ জন ও দেশি ২০ হাজার ওপর পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণের অনুমত...
বার্তাসংস্থা রয়টার্স প্রতিবেদন: দুই নেত্রীর গভীর বৈরীতাপূর্ণ মনোভাব, সরকার গঠনে শেখ হাসিনা, বাসভবনে ...
বাংলাদেশকে কেন খুব বেশি প্রয়োজন যুক্তরাষ্ট্রের: চীনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান
বাংলাদেশে সফরে আসছেন ডোনাল্ড লু: অন্তরবর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আলোচনা
পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আত্নপ্রকাশ: নতুন প্ল্যাটফর্ম GAIPCHT কার্যক...
হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই: মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভ...

আপনার মন্তব্য প্রদান করুন