ব্রেকিং নিউজ:

দীপু তঞ্চঙ্গ্যা, আলীকদম প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় তৃণমূল পর্যায়ে শান্তি সম্প্রিতি রক্ষা, সন্ত্রাস মুক্ত একটি সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুব ও নাগরিকদের সম্পৃক্ত করতে এবং জাতীয় যুবনীতি ২০১৭ বাস্তবায়নের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০.৩০ ঘটিকায় জেলা পরিষদ রেষ্টহাউস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। আলীকদম উপজেলার “আস্থা” প্রকল্পের আওতায় এ সভা আয়োজন করে জেলার স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাউস।

উক্ত সভায় “আস্থা” প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার জনাব রুপায়ন চাকমা বলেন, কর্ম এলাকার তৃণমূল পর্যায়ে যুব নেতৃত্বের বিকাশে বয়স্ক ও যুবদের মেলবন্ধন তৈরির মাধ্যমে অংশগ্রহণমূলক সমাজ গঠন করা। জাতীয় যুবনীতি-২০১৭ এর আলোকে দক্ষ যুব সমাজ গঠনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর যুবদের অধিকার নিশ্চিত করা এবং সমাজ ও দেশের উন্নয়নে যুবদের সম্পৃক্ত করণে উদ্যোগ সৃষ্টিতে উক্ত “আস্থা”প্রকল্পটি অত্র এলাকায় বিশেষ ভুমিকা রাখবে। এছাড়াও প্রান্তিক এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নাগরিক অধিকার বঞ্চিতদের সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রেও সমন্বয়ের মাধ্যমে সহায়তা করা হবে।

সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে সুজন চৌধুরীকে আহ্বায়ক এবং মিজানুর রহমান ও লিলিউ মার্মাকে যুগ্ম আহ্বায়ক করে ৩০ সদস্য বিশিষ্ট উপজেলা পর্যায়ে একটি ইয়ুথ গ্রুপ গঠন করা হয়। যুব সমাজের উন্নয়নে লক্ষ্যে বাস্তবায়নাধীন গ্রাউসের উক্ত প্রকল্পের সাথে সম্পৃক্ত হতে পেরে খুবই সন্তুষ্টি প্রকাশ করেন ইয়ুথ গ্রুপের আহবায়ক জনাব সুজন চৌধুরী ও উপস্থিত যুবক ও যুব নারী সদস্যরা।

এ সভায় সঞ্চালনা করেন আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দায়িত্ব প্রাপ্ত প্রকল্পের ফিল্ড অফিসার দীপু তঞ্চঙ্গ্যা। উক্ত সভায় উপস্থিত ছিলেন গ্রাউস সংস্থার “আস্থা” প্রকল্পের মনিটরিং ও রিপোটিং অফিসার আলীকদম উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি তোহিদুল ইসলাম, ফিল্ড অফিসার দীপু তঞ্চঙ্গ্যা ও আলীকদম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক ও যুব নারীরা।

খবরটি 566 বার পঠিত হয়েছে


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: রাঙামাটিতে আওয়ামী লীগ দীপংকর তালুকদার ও তৃণমূল বিএনপিসহ ৫ প্রার্থীর মনোন...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: খাগড়াছড়ি আসনে ৪ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ, কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা, ল...
বান্দরবানে কেএনএফ নারী শাখার প্রধান সমন্বয়ক আকিম বম গ্রেপ্তার: কেএনএ সশস্ত্র শাখায় অর্ধ শতাধিক নারী
বান্দরবানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ইউপিডিএফ গনতান্ত্রিক: শীত ...
বান্দরবানে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন: শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভ...

আপনার মন্তব্য প্রদান করুন