ব্রেকিং নিউজ:

স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে গণমাধ্যমকর্মী ও অংশীজনদের সাথে মতবিনিময় সভা আয়োজন করা হয়। এ মতবিনিময় সভায় “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা” বিষয়ে গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় এ মতবিনিময় আয়োজন করে চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিস পিআইডি। সোমবার (০৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

            এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো: আমজাদ হোসেন, জেলা তথ্য অফিসার মো: মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক। মুখ্যবক্তা ছিলেন তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মো: আব্দুল জলিল। এ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন।

খবরটি 546 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন