ব্রেকিং নিউজ:

শিক্ষা ডেস্ক: মুসলিম বিশ্বের প্রথম দেশ হিসেবে মেয়ে স্কুল শিক্ষার্থীদের জন্য মাথা ও মুখঢাকা নেকাব নিষিদ্ধ করেছে মিসর। সোমবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ জারি করেছে। এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত দৈনিক আখবার আল ইওম। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে সরাসরি ‘নেকাব’ নামটি উল্লেখ করা হয়নি। মুখমন্ডল আড়াল করে রাখে এমন কোনো পোশাক আর এখন থেকে স্কুল শিক্ষার্থীদের ক্ষেত্রে গ্রহণযোগ্য বিবেচিত হবে না। মেয়ে স্কুলশিক্ষার্থীরা চাইলে স্কুলে হিজাব বা হেড স্কার্ফ পরে আসতে পারবে, কোন রঙের হিজাব তারা পরবে তা নির্ধারণ করবে মন্ত্রণালয় এবং স্থানীয় শিক্ষা দপ্তর বা কর্তৃপক্ষ। যে সব মেয়ে শিক্ষার্থী স্কুলে হিজাব পরে আসবে, তাদেরকে অবশ্য স্কুল এবং স্থানীয় শিক্ষা দপ্তরকে নিশ্চিত করতে হবে যে তারা অভিভাবক বা অন্য কারো চাপে পড়ে নয় সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ইচ্ছায় হিজাব পরছে।

            বিজ্ঞপ্তিতে হিজাব সম্পর্কে অভিভাবকদের উদ্দেশে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, শিক্ষার্থীদের পছন্দ-অপছন্দ সম্পর্কে অবশ্য অভিভাকদের সচেতন থাকতে হবে এবং কোনো শিক্ষার্থীকে হিজাব পরতে অভিভাবকরা জোর করছেন কিনা, সে সম্পর্কে নিয়মিত খোঁজ রাখবে মন্ত্রণালয়। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে স্কুল শিক্ষাবর্ষ শুরু হবে মিসরে। ওই দিন থেকে এ আইন দেশটির সব সরকারি-বেসরকারি স্কুলে কার্যকর করা হবে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে। সূত্র: আল আরাবিয়া

খবরটি 754 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন