ব্রেকিং নিউজ:

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন অভিযানে পৌরসভার ৮ নং ওয়ার্ড হাফেজ ঘোনা এলাকা থেকে মোঃ ইমরান হোসেন (২৫), একজন অনলাইন জুয়াড়িকে আটক করা হয়। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) হাফেজঘোনা এলাকায় ভাই ভাই স্টোর কুলিং কর্নারে অভিযান পরিচালনা করেছে এপিবিএন।

            এপিবিএন সুত্রে জানা যায়, ২ এপিবিএন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় ইন্টেলিজেন্স টিমের গোপন সংবাদের ভিত্তিতে জেলার হাফেজ ঘোনা গাজীর দোকানের পার্শ্বের ভাই ভাই স্টোর নামীয় কুলিং কর্নারে অভিযান পরিচালনা করে অনলাইন জুয়াড়ি মো: ইমরান হোসেনকে আটক করা হয়।

            সদর থানা সূত্র জানায়, এ বিষয়ে ২০ সেপ্টেম্বর প্রকাশ্য জুয়া আইনের ১৮৬৭ সালের ৩/৪ ধারা, তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ৩০(২) ধারায় বান্দরবান সদর থানায় মামলা রুজু করা হয়।

খবরটি 764 বার পঠিত হয়েছে


আপনার মন্তব্য প্রদান করুন